বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

রাজস্থলীতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়েছে 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাজস্থলীতে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়েছে 

রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা বাড়ছে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই ডায়রিয়াজনিত অসুস্থতার কারণে ৩১ জন ভর্তি হয়। এছাড়া রোগীর সংখ্যা বাড়ছে এবং হাসপাতালের প্রত্যেকটা সিটে রোগী ভর্তি হয়েছে। 

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, উপজেলার আশেপাশের এলাকার রোগীর সংখ্যাই বেশি। এখনো দূর দূরান্ত থেকে তেমন রোগী আসেনি। হাসপাতালের পার্শ্ববর্তী রাজস্থলী বাজার পাড়া, মহব্বত পাড়া, ডাক্তার পাড়ার রোগীর সংখ্যাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। 

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সৌরিন্দ্র বড়ুয়া বলেন, আমরা গত কয়েকদিন যাবত ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা বেশি লক্ষ্য করছি। আমার ধারণা এটা কোন ভাইরাসজনিত রোগ। তবে এটা তেমন মারাত্মক নয়। চিকিৎসা নেয়ার পর মোটামুটি রোগী সুস্থ হয়ে যাচ্ছে। এ সময়টায় আমাদের সকলের একটু সাবধানতার সঙ্গে খাবার এবং পানিগ্রহণ করা উচিত।

টিএইচ